২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ পৃথিবীর ভয়াবহ মানবাধিকার সংকটের প্রতীক। ইতিহাসে অনেক যুদ্ধ, সংঘাত ও হত্যাযজ্ঞ ঘটেছে, কিন্তু গাজার মাটিতে যা ঘটছে তা মানবসভ্যতার সবচেয়ে বড় লজ্জা। প্রতিদিন শিশুদের লাশ, নারীদের কান্না এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসা আর্তনাদ যেন আমাদের জানিয়ে দিচ্ছে, মানবাধিকার শব্দটি আজ এখানে কবর দেওয়া হয়েছে। গাজা আজ কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়; এটি মানবতার ব্যর্থতার প্রতিচ্ছবি। গাজার এই দুঃসহ পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিনি জনগণ দখল, অবরোধ ও নিপীড়নের শিকার হয়ে আসছে। ১৯৪৮ সালের নাকবা (যে সময় লক্ষাধিক ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে উৎখাত হয়েছিল) থেকে শুরু করে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে দখলকৃত ভূমি পর্যন্ত প্রতিটি অধ্যায়ই নিপীড়নের সাক্ষ্য...