২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিশ্বজুড়ে প্রকৃতি ও মানুষের মেলবন্ধনকে উদযাপনের জন্য ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক ঘোষিত ২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এই প্রতিপাদ্যটি কেবল ভ্রমণ ও বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পর্যটনকে এমন একটি শক্তি হিসেবে তুলে ধরে, যা কোনো অঞ্চলের সমাজ, অর্থনীতি এবং পরিবেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এই উন্নয়ন ভাবনা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর পার্বত্য চট্টগ্রামের জন্য। আর পর্যটন এবং টেকসই উন্নয়ন মানে হলো এমন পর্যটন ব্যবস্থার প্রচলন করা যা পরিবেশ, সমাজ ও অর্থনীতির উপর দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের...