২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ এএম ফ্রান্সে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি মেশকভ সতর্ক করে দিয়ে বলেছেন যে, জোটের সদস্য দেশগুলির আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ন্যাটো যদি রাশিয়ান বিমানগুলিকে গুলি করে ভূপাতিত করে, তাহলে তার অর্থ হবে যুদ্ধ। ‘যুদ্ধ হবে। আর কী হতে পারে?’ রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেশকভ আরটিএল রেডিওতে বলেন। ‘বেশ কয়েকটি বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করে, দুর্ঘটনাক্রমে নয়। কেউ তাদের গুলি করে ভূপাতিত করে না,’ রাষ্ট্রদূত আরও বলেন। মেশকভ বলেন যে, ইউরোপ ইউএভি ঘটনায় রাশিয়ার জড়িত থাকার প্রমাণ হিসেবে ‘কোনও বস্তুগত প্রমাণ’ সরবরাহ করেনি। ‘প্রথমত, আমরা কারও সাথে খেলা খেলছি না। দ্বিতীয়ত, পশ্চিমারা আমাদের এতবার প্রতারণা করার পর, আমরা কেবল সঠিক তথ্য বিশ্বাস করি,’ মেশকভ বলেন। ২৩ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ...