২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, “সরকারি দফতরে হামলায় যারা জড়িত নয়, তাদের ভয় পাওয়ার কিছু নেই। যারা নির্দোষ, তাদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি হবে না।তিনি গতকাল ভাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, বর্তমানে কিছু মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, মামলা হবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা ১৫ সেপ্টেম্বরের ঘটনার সঙ্গে জড়িত নন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।বিভাগীয় কমিশনার সভায় আরো বলেন, আমাদের সামনে এখন দুটি বড়...