২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জিমন্যাশিয়ামে নেই কোন বাতাস নিস্কাশনের ব্যবস্থা। নেই শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রও। তাই অনেকটা গুদামের মতো বদ্ধ ঘরে গরমের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে গলদঘর্ম দেখা যায় খুদে জিমন্যাস্টদের। নেই পর্যাপ্ত ফ্যাসিলিটি। শিশু-কিশোরদের এহের অবস্থা দেখে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল আন্ত:স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার দিতে এসে তিনি বলেন, ‘এনএসসির পুরাতন এই ভবন ভেঙে নতুন মাল্টিপারপাস সেন্টার করার পরিকল্পনা করেছে সরকার। যেখানে জিমনাস্টিক্সসহ অন্যান্য ইনডোর গেমসগুলো আধুনিক সুযোগ সুবিধাসহ স্থানান্তর করা হবে।’ এ সময় জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল...