২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম পাকিস্তানের বিরুদ্ধে একাধিক যুদ্ধে হেয়প্রতিপন্ন হওয়া এবং ‘উড়ন্ত কফিন’ নামে কুখ্যাত ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান অবশেষে অবসরে পাঠানো হলো। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, টানা ৬৩ বছরের সেবা শেষে এ যুদ্ধবিমানের অবসরে চ-ীগড় এয়ারবেসে বিশেষ বিদায়ী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় দুটি মিগ-২১ তাদের শেষ আনুষ্ঠানিক উড্ডয়ন সম্পন্ন করে। ইতিহাস ও বিতর্ক : সোভিয়েত আমলের এসব যুদ্ধবিমান একসময় বিশ্বের দ্রুতগামী বিমানের মধ্যে অন্যতম ছিল। ১৯৬০-এর দশকে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হলেও ঘনঘন দুর্ঘটনার কারণে এগুলোকে ‘উড়ন্ত কফিন’ নামে আখ্যা দেয়া হয়। ১৯৭১ থেকে ২০১২ পর্যন্ত মোট ৪৮২টি মিগ-২১ বিধ্বস্ত হয়ে ১৭১ জন পাইলট ও ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হন। এমনকি বলিউড তারকা আমির খানের...