২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চীনের পূর্বাঞ্চলে ইয়াংজি নদীর উপর নির্মিত বিশ্বের দীর্ঘতম কেবল-স্থিত সেতুটি আনুষ্ঠানিকভাবে যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার চালু হওয়া এই বিশাল কাঠামোটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের চাংঝো ও তাইঝো শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। এর আগে এই শহর দুটির মধ্যে যাতায়াতে এক ঘণ্টারও বেশি সময় লাগতো, এখন তা কমে মাত্র ২০ মিনিটে এসে দাঁড়িয়েছে। চাংতাই ইয়াংজি নদী সেতু নামে পরিচিত এই সেতুটি আধুনিক ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। সেতুটি ১০.৩ কিলোমিটার (৬.৪ মাইল) বিস্তৃত, যার মধ্যে মূল স্প্যানটির দৈর্ঘ্য ১,২০৮ মিটার (৩,৯৬০ ফুট)। এটি শুধুমাত্র দৈর্ঘ্যের দিক থেকে নয়, কাঠামোগত দৃষ্টিকোণ থেকেও বিশ্বের প্রথম অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। সেতুটি এমন একটি...