২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বগুড়ার সারিয়াকান্দিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মা ও মেয়ে হাসপাতালে মৃত্যুশয্যায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, সুনামগঞ্জ ও রংপুরে মা- মেয়েসহ আরো ছয় জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুর নগরীতে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পিকআপ ভ্যানের সহকারী হেলপার ও নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন, যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম ও তার এক বছরের...