২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম শুনানি শেষে আগের দিনই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেইন বলেছিলেন, “অপেক্ষা করুন, ভালো কিছু দেখতে পাবেন।” ইঙ্গিতটা তখনই মিলেছিল। চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল সেটিরই ছাপ। বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ ফিরে পেল আলোচিত ১৫ ক্লাব। যার বিরুদ্ধে আপত্তি পড়েছিল সবচেয়ে বেশি, সেই ফারুক আহমেদের কাউন্সিলরশিপও টিকে গেল শেষ পর্যন্ত। বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর আপিল শুনানি শেষে গতকাল বিকেলে ১৯১ জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকায় ছিল না ছয়টি জেলা ও ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধি। চূড়ান্ত তালিকায় ছয় জেলার পাঁচটিই জায়গা, আছে ওই ১৫ ক্লাবের সবকটিই। দুর্নীতির অভিযোগে যে ১৮টি ক্লাবের বিরুদ্ধে তদন্ত চলছে দুদকের, সেগুলোর মধ্যে আছে ওই...