২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম টাইফয়েড জ্বর প্রতিরোধে সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগে আগামী ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কর্মদিবস স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি)-২০২৫ অনুষ্ঠিত হবে। এ সময়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী /প্রাক–প্রাথমিক থেকে ৯ম শ্রেণির ছাত্র–ছাত্রীদেরকে বিনামূল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে। তবে এ বয়সী কেউ কোনো কারণে রেজিস্ট্রেশন করতে না পারলে তাকেও টিসিভি টিকা দেয়া হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতির বক্তব্যে...