২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জিন্সে থাকা ছোট পকেট অনেকের কাছেই অকারণ মনে হলেও এর পেছনে রয়েছে মজার ইতিহাস। ১৮৭৩ সালে মার্কিন ডিজাইনার লিভাই স্ট্রস ও জেকব ডেভিস প্রথম জিন্সে এই ছোট পকেট যুক্ত করেন। তখন জিন্স মূলত পরিশ্রমী শ্রমিক ও গরুর রাখালদের জন্য তৈরি হতো। তারা হাতঘড়ি ব্যবহার করত না, বরং ছোট পকেটে রাখত পকেট ঘড়ি। এজন্যই এ ক্ষুদ্র পকেটের প্রচলন শুরু হয়। বর্তমান সময়ে ঘড়ি রাখার প্রয়োজন না থাকলেও জিন্সে ছোট পকেট এখনো রাখা হয় মূলত ফ্যাশন ও পুরনো ডিজাইনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। সূত্র : জে এন। শতাধিক সেনা কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষায় চীনের বৃহত্তর ভূমিকার প্রতিশ্রুতি ন্যাটো রুশ বিমান ভূপাতিত করলে যুদ্ধ শুরু হবে : রাষ্ট্রদূত...