২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আমেরিকার ফ্লোরিডায় এক বিরল ঘটনা রেকর্ড করেছেন বিজ্ঞানীরা। বার্মিজ প্রজাতির এক অজগর জীবন্ত একটি হরিণ পুরো গিলে ফেলার পর কিছুদিনের মধ্যে সেটিকে অক্ষত অবস্থায় উগরে দেয়। জার্নাল ইকোলজি অ্যান্ড ইভোলিউশন-এ প্রকাশিত গবেষণায় বলা হয়, ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বরে, যখন বিজ্ঞানীরা অজগরের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করছিলেন। গবেষক মার্ক স্যান্ডফস জানান, অজগররা অনেক সময় এমন কাজ করে যা কল্পনাতীত।বিশেষজ্ঞরা বলছেন, এটাই প্রথমবার রেকর্ড করা হলো যে, কোনো বার্মিজ অজগর হরিণকে গিলে আবার উগরে দিয়েছে। ১৯৭০-এর দশক থেকে ফ্লোরিডায় এ অজগরের সংখ্যা দ্রুত বেড়েছে, যা স্থানীয় হরিণসহ অন্যান্য প্রাণীর ওপর হুমকি তৈরি করছে। সাধারণত অজগর ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে, তবে সুযোগ পেলে হরিণ কিংবা কুমিরের মতো বড় প্রাণীকেও তাদের...