সারের দাম কবে কৃষকের নাগালে ছিল, কবে প্রাণ খুলে হাসতে পেরেছেন তারা তা বলা মুশকিল। অনেক আগেই তারা ভুলে গেছেন কৃষকের সক্ষমতার কথা। তবু লেগে আছেন বংশপরম্পরায়। সেই ব্রিটিশ সময় থেকে চলছে সার নিয়ে তেলেসমাতি। কোনো সরকারই শতভাগ থামাতে পারেনি বাজারের কারসাজি। দেশে অনেকবার সার নিয়ে কৃষক আন্দোলন হয়েছে। কৃষকের প্রাণও ঝরেছে; কিন্তু সরকারের টনক নড়েনি। স্বাধীন বাংলাদেশেও তথৈবচ। স্বাধীনতার পর থেকে সার নিয়ে বিভিন্ন সরকারের সময় কান্ড হয়েছে। সব সরকারের সময় এটি নিয়ে সমস্যা হয়েছে। আবার ডিলার হয়ে খুচরা বাজারে বিক্রি হয়েছে আকাশছোঁয়া দামে। বেশি দামে সার কেনার ফলে ফসলের দাম বেড়েছে। সাধারণ ভোক্তাকে বাজারে গিয়ে বরাবরই চড়া দামে ফসল কিনতে হয়েছে। এভাবে চলছে বাজার ব্যবস্থা। সেখানে সরকারের ভূমিকা জনগণ জানে না। যদিও কৃষি মন্ত্রণালয়, ডিলার এবং খুচরা বিক্রেতাদের...