২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীর তীর ও চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় শরতের আগমনী বার্তা নিয়ে ফুঁটেছে কাশফুল। সাদা তুলোর মতো শুভ্র কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসছেন কাশবনে হাঁটতে ও ছবি তুলতে। গ্রামবাংলার বিশ্বাস অনুযায়ী, কাশফুল মনকে পবিত্র করে। শুভ কাজে কাশফুলের ব্যবহার রয়েছে যুগ যুগ ধরে। পাশাপাশি কাশগাছ দিয়ে গ্রামীণ জীবনে তৈরি হয় ঝাঁটা, মাদুর, ডালি, বেড়া, মাথালসহ নানা সামগ্রী। কাশফুলের আরেক প্রজাতি কুশের উল্লেখ পাওয়া যায় সনাতন ধর্মগ্রন্থ পুরাণে। সাহিত্যে ও সংস্কৃতিতেও কাশফুলের স্থান বিশেষ।কাশফুলের রয়েছে ঔষধি গুণও। প্রাচীনকাল থেকে এর মূল নানা রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। তবে প্রকৃত সৌন্দর্যের দিক থেকে শরৎ ঋতুতে কাশফুলের দৃশ্য অনন্য। নীল...