স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। গাজায় পরিচালিত বর্বর গণহত্যার কঠোর সমালোচনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সতর্ক করে বলছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয়, এমন ভূরাজনীতি এবং অন্যের ভোগান্তিতে উদাসীনতা বহু দশকে আমরা যা অর্জন করেছিলাম তা ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি গাজায়। বিশ্ববাসীর চোখের সামনে গাজায় পরিচালিত বর্বর গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুরা না খেতে...