২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আর মাত্র একদিন পর। উৎসব ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজধানীর বিপণিবিতানগুলো। অনেকে পূজা শুরুর আগেই কেনাকাটার কাজটি সেরে ফেলতে চাইছেন। পছন্দের জামা-কাপড়সহ অন্যান্য সামগ্রী কিনতে ভিড় করছেন দোকানে দোকানে। গতকাল রাজধানীর নিউমার্কেট, গ্লোব সুপার মার্কেট, ইসলামপুর, শাঁখারী বাজার, রাজধানী মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটসহ বেশ কয়েকটি বিপণিবিতান ঘুরে পূজার শেষ মুহূর্তের কেনাবেচার এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি রাস্তার পাশে ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের বাড়তি ভিড় পাওয়া গেছে। এবার দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। এ উৎসবে রঙিন পোশাকের চাহিদা থাকে বেশি। সেটি মাথায় রেখে বিক্রেতারা দোকানে পোশাক তুলেছেন। তারা বলছেন, বিক্রি বেশ ভালো হচ্ছে। ক্রেতারা আসছেন। অনেকে নিজের...