২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কিছু রাজনৈতিক দল পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে বলে সোচ্চার। সভা-সমাবেশ করে তারা হুমকি দিয়েছে, এ পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। তবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বারবার পরিস্কারভাবে বলে দিয়েছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। আমাদের সংবিধানে পিআর নির্বাচন বলে কিছু নেই। গত বৃহস্পতিবার নির্বাচন সচিবালয় ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি আবারও একই কথা বলেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু সংবিধান নয়, আরপিওতেও পিআর পদ্ধতি বলে কিছু নেই। এখন আমরা তা বদলাতে পারি না। দেশের বৃহত্তম দল বিএনপি বরাবরই বর্তমান নির্বাচন পদ্ধতির পক্ষে। এ নিয়ে তার অবস্থান দৃঢ়। গত বৃহস্পতিবার বিএনপির...