২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম আওয়ামী শাসনামলে ২০২১ সালে মূর্তি ভাঙচুরের পুরোনো ছবি সাম্প্রতিক সময়ের বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, মূর্তি ভাঙচুরের এই ছবিগুলো সাম্প্রতিক নয়, পুরোনো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, জয়পুরহাটে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত তিনটি ছবি সাম্প্রতিক নয়; অন্তত ২০২১ সাল থেকেই এগুলো ইন্টারনেটে রয়েছে। এর মধ্যে দুটো ছবি ২০২১ সালের সেপ্টেম্বরে জয়পুরহাটের শুকতাহার এলাকায় মূর্তি ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে নিশ্চিত হওয়া গেছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায় যে, জাতীয় দৈনিকের প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে উল্লেখ করা...