২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আলবেনিয়া তার ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে প্রবল আগ্রহ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজ এই প্রস্তাবটি দেন। এসময় প্রধান উপদেষ্টা আলবেনিয়ার ভিসা সহজ করার আহ্বান জানান। প্রেসিডেন্ট বেগাজ বলেন, আমাদের দেশের জন্য শ্রমিক দরকার এবং বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। তিনি আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূল রেখাকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আশাব্যঞ্জক গন্তব্য হিসেবে তুলে ধরে বিশেষ করে পর্যটনের মতো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর জোর দেন।প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ তার...