২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জাপানের ২২ বছর বয়সী রিউসে ইউনে এক অনন্য কীর্তি গড়েছেন। তিনি হাত-পা মিলিয়ে চার পায়ে দৌড়ে মাত্র ১৪.৫৫ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন। এর আগে ২০২২ সালে আমেরিকান কোলিন ম্যাকক্লোর ১৫.৬৬ সেকেন্ডে এই রেকর্ড করেছিলেন।ইউনে জানান, মাধ্যমিক বিদ্যালয় থেকেই তিনি চার পায়ে দৌড়ের অনুশীলন করে আসছেন। তার এক শিক্ষক বলেছিলেন—চার পায়ে প্রাণীরা দ্রুত দৌড়াতে পারে। সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে সবচেয়ে দ্রুত চার পায়ে দৌড়ানো মানুষ হওয়ার স্বপ্ন দেখেন। রেকর্ড ভাঙার প্রস্তুতিতে তিনি কুকুর, বিড়াল ও বাঁদরের দৌড়ের ভঙ্গি পর্যবেক্ষণ করে নিজের কৌশল তৈরি করেছেন। বেশিরভাগ সময় বালুর ওপর অনুশীলন করলেও রেসট্র্যাকে প্রতিফলনের কারণে কৌশল বদলাতে হয়। ইউনে বলেছেন, সামনে আরও রেকর্ড ভাঙার লক্ষ্য...