২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে জমজমাট ভোটের প্রচারে প্রার্থীরা। প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে সবুজ ঘেরা ক্যাম্পাস। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বৃহস্পতিবার। দুর্গাপূজার জন্য রোববার থেকে ৫ দিনের ছুটিতে ক্যাম্পাস। তবে ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচার। বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সরেজমিনে প্রার্থীদের কুশল বিনিময়সহ প্রচার চালাতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, বিজ্ঞান অনুষদ জামে মসজিদ ও জিরো পয়েন্ট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল ছিল আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন। তবে গত বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের পাঠদানসহ দাপ্তরিক কার্যক্রম। এই ছুটিতে ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী পরিবারের কাছে...