২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করা হবে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তারা এখনই সতর্ক হন না হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিএনপিকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব দিতে হবে। যদি নেতৃত্বে সৎ ও আদর্শবান ব্যক্তিদের জায়গা না হয়, তবে দল হিসেবে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হবে। আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে...