২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঢাকার শ্যামলী শাহী মসজিদের খতিব ড. মুফতি মোরশেদ আলম সালেহী গতকাল জুমার খুৎবাপূর্ব বয়ানে বলেন, হযরত মুহাম্মদ (সা.) কেবলমাত্র রাসূল নয়, বরং তিনি সবার জন্য সমানভাবে দয়া, কল্যাণ ও পথপ্রদর্শক হিসেবে এ ধরাধামে আগমন করেছেন। আল্লাহ তা‘আলা তাঁকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। তাঁর আগমন, জীবন কর্ম ও শিক্ষা মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত।আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন : ‘আমি তো আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপই পাঠিয়েছি।” (সূরা আম্বিয়া, আয়াত : ১০৭) আল্লাহ তা‘আলা আরো ইরশাদ করেন : ‘নিশ্চয়ই আল্লাহ মু’মিনদের প্রতি বিরাট অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন’। (সূরা আলে ইমরান, আয়াত : ১৬৪)এসব আয়াত প্রমাণ করে যে, নবী করিম (সা.)-এর আগমন মানবজাতির জন্য...