২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আইসিসির শুনানির পর সূর্যকুমার যাদবকে এমন কোনো মন্তব্য করতে নিষেধ করা হয়েছে যা রাজনৈতিক হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে ভারতের অধিনায়কের ওপর অন্য কোনো শাস্তি আরোপ করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসক্রিকইনফো জানিয়েছে, গতপরশু দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের পরিচালিত শুনানিতে হাজিরা দিতে হয় সূর্যকুমারকে। এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছিল, সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়টি ভারতীয় অধিনায়ক উৎসর্গ করেছিলেন দেশটির সশস্ত্র বাহিনীকে এবং একাত্মতা ঘোষণা করেছিলেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সঙ্গে। পিসিবির অভিযোগ ছিল, ক্রিকেট মাঠে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক। একটি মন্তব্যকে ঘিরেই তাদের...