২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চাকরি থেকে ছাটাই করার অপচেষ্টার অভিযোগ তুলে ইসলামি ব্যাংকের ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছেন ব্যাংকটির হাজারো কর্মকর্তা। গতকাল শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এ ঘোষণা দেন তারা। কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো কর্মকর্তা অংশ নেন।পরে তারা প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেয়া অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমকে এ বিষয়ে একটা স্মারকলিপি দেন। তিনি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। গত ২২ সেপ্টেম্বর ইসলামি ব্যাংক কর্তৃপক্ষ ‘স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট’ পরীক্ষার তারিখ দেয়। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকে বাধ্যতামূলক করে নোটিশ জারি করেছে। নতুন তারিখ অনুযায়ী আজ শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত...