২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম সমান্তরাল মাঠ তৈরি না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (ডাকসু) আয়োজন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে, নীলক্ষেত থেকে বাড়তি ব্যালট ছাপানো হয়েছে। ঢাবির ভিসি সমান্তরাল মাঠ তৈরি না করেই নির্বাচন আয়োজন করেছেন। যার অভিযোগ কমিশন আমলে নেয়নি। এর মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, একটি গোষ্ঠী অশুভ উদ্দেশ্য নিয়ে কাজ করছে। সরকারের দৃষ্টিসীমায় থেকেই এগুলো করা হচ্ছে, ফলে তাদের ভূমিকা নিয়ে জনমনে...