জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত, রোহিঙ্গা সংকট, গাজায় গণহত্যা, পারমাণবিক অস্ত্র, বৈশ্বিক যুদ্ধ-সংঘাত, জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি এ ভাষণ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ নিচে হুবহু তুলে ধরা হলো- বিসমিল্লাহির রাহমানির রাহিমসভাপতি,আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ণ!জাতিসংঘের ইতিহাসে পঞ্চম নারী হিসেবে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধিদল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। একই সাথে জাতিসংঘ সনদের...