উসমান দেম্বেলে প্রতিদ্বন্দ্বী লামিনে ইয়ামালের চেয়ে রেকর্ড ব্যবধানে এগিয়ে ব্যালন ডি'অর জিতেছেন। ফ্রান্স ফুটবল প্রকাশিত চূড়ান্ত ভোটফলে দেখা যায়, দেম্বেলে ১,৩৮০ পয়েন্ট পান আর ইয়ামাল পান ১,০৫৯ পয়েন্ট—৩২১ পয়েন্টের বিশাল ব্যবধান, যা ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের একটি। ১০০ বিচারকের মধ্যে ৭৩ জন প্রথম পছন্দ হিসেবে ভোট দেন দেম্বেলেকে, আর ইয়ামাল পান মাত্র ১১ ভোট। এই ব্যবধান ছাড়িয়েছে ২০২২ সালের রেকর্ডকেও, যখন করিম বেনজেমা ৫৪৯ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিলেন সাদিও মানের চেয়ে। গতবছর রদ্রি ১১৭০...