‘সিল্যান্ড’ যেন পৃথিবীর বুকে এক বিস্ময়। স্বাধীনতার আকর্ষণ মানুষকে কতটা আগ্রাসী করে তুলতে পারে, তাই যেন ইতিহাসের পরতে পরতে জানিয়ে দিয়ে যায় সিল্যান্ড। ১৯৬৭ সালের কথা। তখন ইংল্যান্ডের সেনাবাহিনীর মেজর প্যাডি রয় বেটস এই সমুদ্র উপকূলে এসে বাস করতে শুরু করেন। আর এই দিগন্তপ্রসারী সমুদ্রের বুকে তিনি কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন। এরপর আর ইংল্যান্ডের রাষ্ট্রীয় বিধিনিষেধ তার সহ্য হয়নি। স্বাধীনতা দিবসের দিন একটি দেশের প্রেসিডেন্ট, নাগরিককে উদ্দেশ করে জানালেন সেদিন তিনি প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাবেন। কিন্তু যে দেশের জনসংখ্যা মাত্র ২৭ জন, সেখানে এমনটা ঘটতেই পারে। অবাক হচ্ছেন নিশ্চয়ই? ঠিক এমনটাই হয়েছে, ইংল্যান্ডের কাছে ‘সিল্যান্ডে’। একটি মাত্র পরিবারকে নিয়েই গড়ে উঠেছে একটি সার্বভৌম দেশ। আর সেই অণুরাষ্ট্রে আছেন একজন রাজা! এখনো অবধি এটিকেই পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হিসেবে ধরা...