রাজধানীর লালবাগ এলাকায় শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, তিনি নিজের গলায় বটি দিয়ে আঘাত করে প্রাণত্যাগ করেছেন। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। মৃতদেহটি আর.এন.ডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলা থেকে লালবাগ থানা পুলিশ উদ্ধার করে। পরে রাতের দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। লালবাগ থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে লালবাগ জমজম টাওয়ারের ওই ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি স্ত্রী ফাহিমা শারমিন, সন্তান ও শাশুড়ির সঙ্গে বসবাস করতেন। নজরুল...