অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর সংস্কার প্রসঙ্গে এত বেশি আলোচনা হয়েছে, যা বিগত ৫৪ বছরে দেখা যায়নি। তবে সংস্কার ঠিক কোন জায়গায় এবং কীভাবে হবে, তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ এই মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করেছে নোঙর ট্রাস্ট। সহযোগিতা করেছে ওয়াটার কিপার বাংলাদেশ, রিভারাইন পিপল, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার (আরডিআরসি), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), তুরাগ নদী সুরক্ষা কমিটি এবং নদী রক্ষা জোট। সংস্কার প্রসঙ্গে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “সংস্কারটা ঠিক কোন জায়গায়, কীভাবে হবে, সেটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখিনি। একমাত্র সংবিধান নিয়ে সংস্কারের কিছু সুনির্দিষ্ট আলোচনা দেখা যায়। এর বাইরে অন্য কোনো বিষয়ে প্রকৃত উদ্যোগ...