‘রাজধানীর উত্তরায় জুলাইযোদ্ধা কে এম মামুনের গুম ইস্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। মূলত নাহিদ ও হাসনাতদের গ্রহণযোগ্যতা নষ্ট করতে এমন অপপ্রচার করছে একটি “গুপ্ত বাহিনী”। এমনটি চলতে থাকলে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় বাংলামোটরে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা। তারিকুল ইসলাম বলেন, ‘মামুন আমাদের জুলাই সহযোদ্ধা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল। তাই তার নিখোঁজের পর সর্বপ্রথম আমরা প্রতিবাদ জানিয়েছি। হাসনাত আবদুল্লাহ বিবৃতি দিয়েছেন। তার সন্ধান চেয়ে যুবশক্তির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। অথচ উত্তরার...