সাইবার অপরাধে ভুক্তভোগীদের মধ্যে প্রায় ৫৯ শতাংশই নারী। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অ্যাকাউন্ট হ্যাকিং বা বেদখলের শিকার হয়েছেন মোট ভুক্তভোগীর ২১ দশমিক ৬৫ শতাংশ। ভুক্তভোগীদের ৭৮ দশমিক ৭৮ শতাংশেরই বয়স ১৮-৩০ বছরের মধ্যে। শুক্রবার,(২৬ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএএফ) ২০২৪ সালের প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য তুলে ধরেন সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব মুশফিকুর রহমান। তিনি জানান, ভুক্তভোগীদের মধ্যে ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানি, ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতি, এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। তবে এদের মধ্যে মাত্র ১২ শতাংশ আইনের আশ্রয় নিয়েছেন, তবে এর প্রতিকারে সন্তুষ্ট হতে পারেননি অভিযোগকারীদের ৮৭ দশমিক ৫০...