চট্টগ্রামে ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, ‘‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক প্রতিবেদন ফরেনসিক বিশ্লেষণ বিষয়টি শুধু সাংবাদিকদের জন্য নয়, আমাদের পুরো পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিনান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে বিএসইসি।আরো পড়ুন:২৬ লাখ শেয়ার কিনবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তানাভানা সিএনজি কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সিএমজেএফর সভাপতি গোলাম সামদানি ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী। রাশেদ মাকসুদ বলেন, ‘‘এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশের পুঁজিবাজার আরো স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে। আমাদের দেশের...