বিশ্বজুড়ে শিশুরা নানা ধরনের বিপন্নতার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, শিশুদের জন্য আমাদের আরও অনেক কিছু করা বাকি।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শিশু আবৃত্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে উচ্চারক শিশু কুঞ্জ।এ সময় শিশু কুঞ্জের প্রশংসা করে মেয়র আরও বলেন, ‘শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিশুর অধিকার, এবং এই ক্ষেত্রে উচ্চারক শিশু কুঞ্জের কাজ অত্যন্ত প্রশংসনীয়।’উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ নুর নবী। তিনি বলেন, শিশুদের উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কেবল ভাষাগত শুদ্ধতা দেয় না, এটি শিশুর মানসিক গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে অভিনেত্রীকে...