ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা দুই পরিবারের ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত নিতে কলকাতার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ঠেলে পাঠানো এ ছয়জন কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। তারা হলেন- বদু শেখ তার মেয়ে সোনালী খাতুন শেখ, তার মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে আদালতে পিটিশন করেন। অপরদিকে, আমির খান তার বোন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ানকে ফেরত আনার দাবিতে পিটিশন করেন। প্রতিবেদনে আরও বলা হয়, উভয় মামলাতেই আদালত পর্যবেক্ষণ করেছেন যে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির (মেমো) পদ্ধতিগত নিয়মগুলো মানা হয়নি।...