আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক আকস্মিক ঘোষণায় মার্কিন বাজারে আমদানি হওয়া ব্র্যান্ডেড ওষুধ, বড় ট্রাক, ঘর সংস্কারের উপকরণ এবং আসবাবপত্রের ওপর কঠোর শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এই পদক্ষেপ তার বৈশ্বিক বাণিজ্য নীতিকে আবার সক্রিয় করছে এবং গত এপ্রিলের পর এটি সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন শুল্কগুলো ১ অক্টোবর থেকে কার্যকর হবে, যার লক্ষ্য মার্কিন উৎপাদন খাতকে আরও শক্তিশালী করা। ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী, ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে। তবে শর্ত রয়েছে—যদি কোনো কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা তৈরি করে, তবে শুল্ক তাদের জন্য প্রযোজ্য হবে না। এর উদ্দেশ্য বিদেশী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে আমেরিকায় বিনিয়োগ এবং উৎপাদন করতে উৎসাহিত করা। ট্রাম্প ঘোষণা করেছেন, বিশ্বের অন্যান্য অংশে তৈরি হওয়া বড় ট্রাকের ওপর...