‘চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে তরুণদের গড়ে তোলা হবে’ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: দেশের তরুণ প্রজন্মকে কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তারা সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।ড. ইউনূস বলেন, তরুণ প্রজন্ম ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা সমাজ পরিবর্তনের শক্তি। সরকার তাদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ করছে। মূল লক্ষ্য হলো, তরুণদের কেবল...