আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। তার বড় একটা জায়গা জুড়েই আছে তামিমের নাম। কয়েকবার সংবাদ সম্মেলনে করে নানা অভিযোগ তুলেছেন তিনি। তার সেসব অভিযোগের জবাব দিয়ে শোনা কথায় কান না দিতে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এবারের নির্বাচনে ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন তামিম। তার কাউন্সিলরশিপের বিরুদ্ধে আপত্তি জমা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছিল তার শুনানি। শুনানি শেষে নিজের কাউন্সিলরশিপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন তামিম। অভিযোগ করেছিলেন, ষড়যন্ত্র করে বাদ দেওয়া হবে তাকে। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিমের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে, উনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে...