আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সারা দেশে নেতাকর্মীদের ‘মনিটরিং টিম’ গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। শুক্রবার এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ আদেশ দেওয়া হয়। রোববার বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। বৃহস্পতিবার দেবী দুর্গাকে বিদায়ের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব। পূজা ঘিরে প্রতীমা ভাংচুরসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজস্ব উদ্যোগে এ ধরনের টিম গঠন করে থাকে রাজনৈতিক দলগুলো। এনসিপির নির্দেশনায় বলা হয়, “সব জেলা, মহানগর, উপজেলা ও থানায় এনসিপির সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ‘মনিটরিং টিম’ গঠন করে স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয়, মণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করার জন্য দলের আহ্বায়ক ও সদস্যসচিব নির্দেশ দিয়েছেন।” ‘ঋণের চাপে জর্জরিত হয়ে’ কৃষক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির কৃষক উইং ও কৃষিবিদ উইং। এনসিপির...