ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে তীব্র আক্রমণাত্মক ভাষায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন। ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি বলেছেন, এসব দেশ পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যম, ইসলামপন্থি গোষ্ঠী ও ইহুদিবিরোধী চাপে নতি স্বীকার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগেই বহু কূটনৈতিক প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করেন। তবে গ্যালারিতে থাকা অনেক অংশগ্রহণকারী দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তিনি অভিযোগ করেন, বেশ কয়েকজন বিশ্বনেতা প্রকাশ্যে আমাদের নিন্দা করলেও গোপনে ইসরায়েলের গোয়েন্দা সহযোগিতার প্রশংসা করেন, যা তাদের রাজধানীতে বহু হামলা প্রতিরোধ করেছে। গাজা যুদ্ধে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণহানির মধ্যে ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি...