বিতর্কিত চুম্বন দৃশ্য, রাণবীর কাপুরের ধূমপানসহ কয়েকটি বিষয়ে মুক্তির পরপরই আলোচিত ও সমালোচিত হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এবার মানহানির অভিযোগে নির্মাতাদের বিরুদ্ধে দুই কোটি রুপির ক্ষতিপূরণ দাবিতে মামলা ঠুকে দিয়েছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সাত পর্বের সিরিজের প্রথমটিতে দেখানো হয়েছে, একজন সরকারি কর্মকর্তা একটি পার্টি থেকে এক তরুণকে গ্রেপ্তার করে মাদক সেবনের অভিযোগে। ২০২১ সালে প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে গ্রেপ্তার করে শোরগোল ফেলে দেয় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ান খানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহ পর বেশ কিছু শর্তে জামিন পেয়েছিলেন আরিয়ান। শর্ত ছিল, তার পাসপোর্ট জমা রাখতে হবে আদালতের কাছে।...