এবার গাজার প্রধান শহরগুলো নিয়ন্ত্রণ নিতে আবার বিমান হামলা, স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। সর্বশেষ রেমাল এলাকায় হামলার পরের একটি দৃশ্য - নিহত একজনের মরদেহ বয়ে নিয়ে যাচ্ছে এক প্যালেস্টাইনি গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর পরিচালিত অব্যাহত ধ্বংসযজ্ঞে সর্বশেষ আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। শহরের প্রধান প্রধান এলাকাগুলো দখলে নিতে চালানো স্থল অভিযান ও বিমান হামলায় এই মানুষেরা নিহত হয়েছেন। আগের দিন মধ্যরাতে গাজার বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এর একটি শাতি শরণার্থী শিবিরের কাছে একটি বাজারে। উদ্ধারকর্মীরা ধ্বংসপ্রাপ্ত স্থাপনার নিচ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিমান হামলায় গাজার মধ্য নুসেইরাত শরণার্থী শিবিরে তাবুতে থাকা ৮ জন নিহত হয়েছে। আল আওদা হাসপাতালকে উদ্ধৃত করে জানিয়েছে আলজাজিরা। গাজার মধ্য নুসেইরাত শরণার্থী শিবিরে হামলার পর...