উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তবর্তী সরকারের নেওয়া উদ্যোগের কথা জাতিসংঘে তুলে ধরে তিনি এ আহ্বান জানান। শুক্রবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বিশ্ব নেতাদের সামনে দ্বিতীয়বারের মত ভাষণ দেন ইউনূস। সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের বিস্তারিত বিবরণ তুলে ধরার সময় প্রধান উপদেষ্টা বলেন, “দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। “আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা...