জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের বাঙালিপাড়াখ্যাত কুইন্সের জ্যাকসন হাইটস এখন সরগরম। শুধু সরগরম নয়, বাংলাদেশি রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই এলাকা। গত সপ্তাহের অধিকাংশ দিন ও রাত ছিল উত্তেজনাপূর্ণ। ঘটেছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও। আর এতে বিচলিত ছিলেন এখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাতে প্রধান উপদেষ্টার জাতিসংঘে ভাষণ দেয়ার কথা। তিনি যখন ভাষণ দেবেন, তখন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইউনাইটেড হিন্দুজ, যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছে। সংগঠনগুলোর একাধিক নেতা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করবেন। তাদের মতে, বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সরকার শুধু মুখে...