বাংলাদেশে ‘মডেল স্কুল’ ধারণাটি গড়ে উঠেছিল শিক্ষার মান উন্নয়ন ও উদ্ভাবনী পন্থা প্রয়োগের উদ্দেশ্যে। ২০০৮ সালে একটি উদ্যোগ হিসেবে সারাদেশে ৩১৫টি মডেল স্কুল প্রতিষ্ঠা করা হয়। এরপর বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রায় সব স্কুলকে সরকারিকরণ করা হয়। কিন্তু এরমধ্যে ২৭টি বাদ পড়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠান বঞ্চনার শিকার বলে দাবি উঠেছে। জাতীয়করণ থেকে বাদ পড়া ২৭টি মডেল স্কুলকে অবিলম্বে সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের প্রতিনিধিরা। তারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে দাবি জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপিও দিয়েছেন। শিক্ষকরা বলেন, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে ৩১৫টি মডেলস্কুল প্রতিষ্ঠা করেছিল, যেগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা ছিল। যেমন- কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল। পরে ২০১৫ সালে এই স্কুলগুলোকে উপজেলা পর্যায়ে সরকারিকরণের অগ্রাধিকার দেওয়া হয়। তবে...