বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক পাহারায় থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে, যাতে পূজার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে উৎসব পালন করুক। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করুক। পূজা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সবসময় সজাগ থাকবে।আমান বলেন, কেরানীগঞ্জের জন্য আমার জীবন ও যৌবন শেষ করেছি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা-২...