বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, যদি সুনাম ধরে রাখতে হয়, তবে মান্ধাতা আমলের রাজনীতি ধরে রাখলে চলবে না। সামাজিক এবং মানবিক দিকগুলোকে প্রাধান্য দিতে হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের সংগঠন রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উৎসবে এ মন্তব্য করেন তিনি। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা যখন থেকে রাজনীতিতে ফুলটাইম সময় দেওয়া শুরু করি, তখন থেকেই কেবল মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ ছিলাম না, সামাজিক এবং মানবিক নানা কাজকে প্রাধান্য দিয়েছি। রাজনীতি মানেই মিছিল মিটিং না। আমাদের সময় রাজনীতিতে তেমন ঝোঁক ছিল না। এখন এ জায়গায় অনেক প্রতিযোগিতা। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর থেকে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি রামগতির শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, রামগতির শিক্ষার্থীদের মধ্যে...