ফ্রাঙ্কফুর্টভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স (আইএফআর) প্রকাশিত ওয়ার্ল্ড রোবটিক্স ২০২৫ রিপোর্ট অনুযায়ী, চীনের শিল্প রোবট স্টক ২০২৪ সালে ২০ হাজার ২৭ হাজার ইউনিটে পৌঁছে, যা বৈশ্বিক চাহিদার অর্ধেকেরও বেশি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে চীনের প্রতিবেশী দেশ ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, চীনে বার্ষিক রোবট ইনস্টলেশন ২ লাখ ৯৫ হাজার ইউনিটে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি এবং এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। বৈশ্বিকভাবে ২০২৪ সালে ৫ লাখ ৪২ হাজার শিল্প রোবট ইনস্টল হয়েছে, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ, এবং চার বছর ধরে বিশ্বব্যাপী ইনস্টলেশন ৫ লাখ ইউনিটের বেশি রয়েছে। আইএফআর প্রেসিডেন্ট তাকায়ুকি ইতো বলেন, চীনের উৎপাদন ক্ষেত্র আধুনিকীকরণের কৌশল নতুন মাইলফলক অর্জন করেছে। তিন বছরে রোবট স্টক দ্বিগুণ হয়েছে, ২০২১ সালে ১০...