গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, “নির্বাচন সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কারের বিষয় চূড়ান্ত ফয়সালা করতে হলে নির্বাচন লাগবে। অভ্যুত্থান কোনো একক দল করে নাই। অভ্যুত্থানে সমস্ত দল যারা আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। দল করেন না এমন অসংখ্য মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন, জীবন দিয়েছিলেন।” আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৯ম সম্মেলনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “নির্বাচন ভন্ডুল হয়ে গেলে, কেউ একক কর্তৃত্ব কায়েম করতে গেলে এই রাষ্ট্রে আবার অন্ধকার জেঁকে বসবে। আমরা নির্বাচন চাই, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।” জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কোনো কোনো দল পিআর পদ্ধতি দাবি করছে। ঐকমত্য কমিশনে নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদে পিআর পদ্ধতির কোনো প্রস্তাবই ছিল না। জামায়াতে...